• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: সংসদে বাণিজ্যমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

সম্প্রতি নিত্যপণ্যের দাম বাড়লেও সরকারের পদক্ষেপে সহনীয় পর্যায়ে চলে এসেছে বলে জাতীয় সংসদে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মঙ্গলবার প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ দাবি করেন। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সম্প্রতি হঠাৎ করেই চাল, ভোজ্য তেল, চিনির দাম বৃদ্ধি পেয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ের সময়পোযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের দাম আগের মত স্বাভাবিক বা সহনীয় পর্যায়ে চলে এসেছে।

ভোলা-৩ আসনের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় (২০০৮-০৯ অর্থ বছর) বাংলাদেশের রপ্তানি আয় ছিলো ১৫ হাজার ৫৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে (২০১৯-২০) রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৭৫৫ দশমিক ২৯ মিলিয়ন ডলার। এ সময়ে রপ্তানি আয় বেড়েছে ১৫৫ দশমিক ৪১ শতাংশ।

এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণের প্রেক্ষাপটে বেশিরভাগ শিল্পখাতের মতই তৈরি পোশাক খাতও চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। তবে সরকার এ সব চ্যালেঞ্জ থেকে মুক্তি পেতে নানমুখী পদক্ষেপ নিয়েছে।

সরকারি দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, মুজিববর্ষে (২০২০-২১ অর্থ বছরে) ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ৬৬ হাজার ২৯১টি বাসগৃহ নির্মাণে এক হাজার ২৫৬ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

একই সদস্যের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের অনুদানে ইমার্জেন্সী মাল্টিসেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের প্রাক্কলিত ৫৯৯ কোটি ২০ লাখ টাকার মধ্যে ১১৭ কোটি ৩২ লাখ টাকা পাওয়া গেছে। মে-২০২১ পর্যন্ত এ খাতে ব্যয় হয়েছে ১০২ কোটি ২০ লাখ টাকা।

চট্টগ্রাম-৪ আসনের দিদারুল আলমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানান, ১৯৯১ সাল থেকে বিদেশে নারী কর্মী পাঠানো শুরু হয়। ওই সময় থেকে এ পর্যন্ত (মে/২১) বিদেশে মোট নয় লাখ ৫৩ হাজার ২৩৯ জন নারী কর্মী বিদেশে গেছেন।

নোয়াখালী-২ আসনের সরকার দলীয় সাংসদ মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ মন্ত্রী বিগত ১০ (২০১১-২০) বছরে ৫৯ লাখ ৮৪ হাজার ৯৪৩ জন কর্মী বিদেশে গেছে। যার মধ্যে ২০১০ সালে সর্বোচ্চ ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২০ সালে সর্বনিম্ন ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন কর্মী বিদেশে গেছেন।

মন্ত্রী জানান, করোনার মধ্যে বৈদেশিক শ্রমবাজার সম্পর্কে মিশন সমূহ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সৌদি আরব, ইউএই, বাহারাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ২৫টি দেশের পরিবর্তিত কর্মসংস্থান দক্ষ কর্মী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন করে পোল্যাণ্ড, ক্রোয়েশিয়া, উজবেকিস্তানে শ্রমবাজারে লোক পাঠানো শুরু হয়েছে। কম্বোডিয়া, সেসেলম ও চীনেও কর্মীরা যাচ্ছেন। এ ছাড়াও সম্ভাবনাময় দেশসমূহের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী প্রেরণ করা্‌ হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল প্লাটফর্মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হয়েছে। বিদেশে গমেনচ্ছু শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে আরও ৭১টি টিটিসি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।