• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেলো দুই ভাইয়ের

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার আরও এক যাত্রী আহত হয়েছেন।

রোববার (১২ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেলওয়ে স্টেশনের সামনে রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর গ্রামের বাসিন্দা রুবেল (৩৩) ও পাবেল (২৩)। তাদের বাবা সাদেক মিয়াও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আশুগঞ্জ থানা পুলিশের এসআই ধর্মজিৎ সিংহ জানান, সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার শহর থেকে আশুগঞ্জ উপজেলা সদরের দিকে যাচ্ছিল। ভোর পৌনে ৫টার দিকে অটোরিকশাটি তালশহর রেলওয়ে স্টেশনের সামনের রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় অটোরিকশাটি লাইনে উঠলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাযাত্রী দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাদের বাবা আহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।