• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডিসি সম্মেলন

দ্রুততম সময়ে প্রাথমিকে শিক্ষক নিয়োগের তাগিদ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দানের জন্য ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিসি সম্মেলনের প্রথম দিন এই তাগিদ এসেছে।
প্রথম দিনের উল্লেখযোগ্য আলোচনার কার্যপত্রের বরাত দিয়ে বুধবার এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর বিদ্যমান অনুপাত কমিয়ে আনার লক্ষ্যে এ বছরে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দানের বিষয়ে আলোচনা হয়।

দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল স্থাপন করাসহ নবম-দশম শ্রেণিতে কারিগরী শিক্ষা আবশ্যিক করার বিষয়টি আলোচিত হয়। এছাড়া, পাঠ্যসূচিতে ট্রাফিকরুল ও ভূমি সংক্রান্ত বিষয়েও অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চতুর্থ অধিবেশনে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত কার্যঅধিবেশন ছিল। এতে শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসানসহ দুই মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।