• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নিখিল হত্যা মামলা: এএসআই শামীম ও সোর্স কারাগারে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ জুন ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়ার চাঞ্চল্যকর নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম হাসান ও পুলিশের সোর্স রেজাউলকে আদালতে হাজির করা হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে কোটালীপাড়া থানা পুলিশ তাদের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। পরে আদালত তাদের গোপালগঞ্জ কারাগারে পাঠানোর আদেশ দেন।
  
রোববার (০৭ জুন) রাত সাড়ে ৯টায় নিহতের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই শামীম হাসান ও পুলিশের সোর্স রেজাউলের নামে কোটালীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় কোটালীপাড়া থানার এএসআই শামীম হাসান ও রেজাউলকে গ্রেফতার দেখানো হয়।

গত মঙ্গলবার (০২ জুন) বিকেলে কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের পাশে নিখিলসহ চারজন তাস খেলছিলেন। তখন কোটালীপাড়া থানার এএসআই শামীম হাসান একজন ভ্যান চালক ও পুলিশের সোর্স রেজাউলকে নিয়ে সেখানে যান এবং আড়ালে দাঁড়িয়ে মোবাইলে তাস খেলার দৃশ্য ধারণ করেন। 

তাস খেলতে থাকা ওই চার ব্যক্তি যখন দেখতে পায় তাদের খেলা মোবাইলে ধারণ করছে, তখন তারা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন অন্য তিনজন পালিয়ে গেলেও নিখিলকে শামীম হাসান ধরে মারপিট করতে থাকে এবং হাঁটু দিয়ে পিঠের মেরুদণ্ডে আঘাত করে। এতে নিখিলের মেরুদণ্ড তিন খণ্ড হয়ে যায়। আহতাবস্থায় স্বজনেরা তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।