• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আগৈলঝাড়ায় মাদক সেবীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক সেবীকে কারা ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৫ টায় উপজেলার গৈলা ইউনিয়নের অশোকসেন গ্রামের মৃত.তৈয়ব আলী মোল্লার ছেলে শাহিন মোল্লাকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই ফয়জুল ইসলাম হাওলাদার।

পরে তাকে আগৈলঝাড়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) উম্মে ইমামা বানিনের আদালতে হাজির করা হলে আদালতের বিচারক শাহিন মোল্লাকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ডসহ ৫শত টাকা জরিমানা করেন। ২৬ এপ্রিল বিকেলেই তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, থানা এসআই নুরুল আলম, ভুমি অফিসের নাজির সোহেল আমিনসহ প্রমুখ।

এব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার(ভুমি) উম্মে ইমামা বানিন সাংবাদিকদের বলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা মাদক সেবনের সময় শাহীন মোল্লা নামে একজনকে গ্রেফতার করে।

পরে তাকে আদালতে উপস্থিত করা হলে কারাদন্ডসহ অর্থ দন্ড দেওয়া হয়। ওইদিন বিকেলেই তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।