• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় ৮‘শ ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ মে ২০২৪  

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮‘শ ৫০ গ্রাম গাঁজাসহ মুন্না আকন (২৮) ও আলামীন দফাদার (৩২) নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে  মঠবাড়িয়া থানার এস আই রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে উপজেলার তুষখালী প্রেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃত মুন্না আকন পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের হরিণপালা গ্রামের জাহাঙ্গীর আকনের ছেলে। আলামীন দফাদার একই এলাকার কবির দফাদারের ছেলে।

মঠবাড়িয়া থানার এস আই রফিকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি উপজেলার তুষখালী প্রেট্রোল পাম্প এলাকায় মাদক বেচা-কেনা হবে। এ সংবাদে সংগীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অবস্থান করি। এসময় পুলিশি উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা ছত্রবঙ্গ হয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। কিন্তু সংগীয় ফোর্স নিয়ে মুন্না আকন ও আলামীন দফাদারকে ৮‘শ ৫০ গ্রাম গাঁজাসহ আটক করতে সক্ষম হই।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মুন্না ও আলামীন পেশাদার মাদক ব্যবসায়ী। তাদেও কে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।