• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

চলে গেলেন ইজি রাইডার স্টার পিটার ফন্ডা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

না ফেরার দেশে চলে গেছেন বিখ্যাত মার্কিন অভিনেতা পিটার হেনরি ফন্ডা। ৭৯ বছর বয়সী এই অভিনেতা ১৯৬৯ সালের ইজি রাইডার চলচ্চিত্রের নির্মাতা এবং সহ-লেখক ছিলেন। এমনকি তিনি দর্শক কাঁপানো এই রোড ফিল্মে অভিনয়ও করেছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) হাস্যোজ্জ্বল থাকা মানুষটির পরিবার পিটার ফন্ডার মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যকে নিশ্চিত করে।

পরিবারের একটি বিবৃতিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যান্সারে ভুগছিলেন পিটার ফন্ডা। একপর্যায়ে তিনি শ্বাসকষ্টের ঝুঁকিতে পড়েন। শেষ পর্যন্ত তিনি নিজের লস অ্যাঞ্জেলসের বাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার বড় বোন অভিনেত্রী জেন ফন্ডা জানিয়েছেন, আমি খুবই দুঃখিত। সে আমার হৃদয়ের টকরো, খুবই আদরের ছোট ভাই ছিল। চলে যাওয়ার শেষের দিকে তার সঙ্গে আমার একা খুব ভালো একটা সময় গেছে। সে হাসতে হাসতে আমাদের ছেড়ে চলেই গেলো।

পিটার ফন্ডা হলিউডের একটি অভিজ্ঞ পরিবারে অংশ ছিলেন। অভিনেত্রী জেন ফন্ডার ছোট ভাই হওয়ার পাশাপাশি আবার তিনি অভিনেতা হেনরি ফন্ডার ছেলে। এছাড়া তিনি বিয়েও করেছিলেন আরেক অভিনেত্রী ব্রিজেটকে। ব্রিজেট আবার মার্কিন গায়িকাও।

১৯৬৯ সালে ইজি রাইডার চলচ্চিত্র দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হয় অভিনেতা ডেনিস হপারের। সহশিল্পী হিসেবে পিটার ফন্ডা ও টেরি সাউদার্থ ছবিটির গল্প রচনা করেছিলেন।

১৯৪০ সালের ২৩ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটিতে জন্ম নেন পিটার হেনরি ফন্ডা।