• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ম্যাডোনার মিয়ামির প্রাসাদ ৫৩ কোটি ডলারে কিনে নিলো একটি কুকুর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

 

বিশ্বখ্যাত গায়িকা ম্যাডোনার মিয়ামির প্রাসাদ ৫৩ কোটি ডলারে কিনে নিয়েছে একটি ধনী কুকুর।
ফোর্বস পত্রিকায় দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের সেরা ধনীদের তালিকা করা হয়। জেফ বেজোস, বিল গেটস, ওয়ারেন বাফেট, বার্নাড আর্নল্ড পরিবার ও পঞ্চম কার্লোস স্লিম হেলু’দের নাম তালিকায় উঠানামা করলেও ধনীদের বিশেষ এক তালিকায় রয়েছে বেশ কয়েকবছর থেকে রয়েছে জার্মান শেফার্ড কুকুর ‘গুন্ঠের-ফোর’।এ তথ্য পার্সটুডে ও দ্য ওয়ালের

এইমুহূর্তে গুন্ঠের-ফোর ২৮৬৮ কোটি টাকার মালিক। ১৯৯২ সালে জার্মানির কাউন্টেস কার্লোটা লেইবেনস্টাইনের প্রিয় পোষ্য ছিলো গুন্ঠের-ফোরের বাবা গুন্ঠের -থ্রি নামের কুকুর। কার্লোটাকে এক বন্যভল্লুকের হাত থেকে বাঁচিয়েছিলো। সেজন্য তিনি মারা যাওয়ার আগে একটি উইল করেন। তার ৫৭৩ কোটি টাকার সম্পত্তি দিয়ে যান গুন্ঠের-থ্রি’কে। টাকাটা দেখভাল করার ভার দেন একটি ট্রাস্টের হাতে।

গুন্ঠের-থ্রির মৃত্যুর পর টাকাটা পায় তার পুত্র গুন্ঠের-ফোর। ৫৭৩ কোটি টাকা এখন সুদক্ষ ট্রাস্টি বোর্ডের পরিচালনায় ও সঠিক বিনিয়োগে ফুলেফেঁপে হয়েছে ২৮৬৮ কোটি টাকা। যার একমাত্র মালিক গুন্ঠের-ফোর নামের কুকুরটি। গুন্ঠের-ফোরের নামে বাহামা, ইতালি ও জার্মানির বিভিন্ন জায়গায় কেনা হয়েছে বিশাল বিশাল এস্টেট।

প্রাইভেট জেটে করে বিভিন্ন দেশের বিভিন্ন প্রাসাদে নিয়মিত ঘুরে বেড়ায় গুন্ঠের-ফোর। সঙ্গে থাকে একদল বডি গার্ড। রাস্তায় তার পা পড়ে না, কারণ সে চড়ে দামি লিমুজিনে।