• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পর্যাপ্ত ঘুমের অভাবে কী প্রভাব পড়ছে, জানালো গবেষণা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩  

বহু মানুষের মধ্যে বর্তমানে ঘুমের অভাব দেখা যাচ্ছে। বর্তমানে প্রজন্ম গভীর রাত পর্যন্ত জেগে সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। অনেকক্ষেত্রেই তারা প্রয়োজনের তুলনায় কম ঘুমাচ্ছেন। ঘুমের অভাব আপনার মনোযোগের ওপরও প্রভাব ফেলে। কম ঘুমানো কাজে মনোযোগ দেওয়া ও সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়ে, যা প্রভাব ফেলে আপনার কর্মক্ষেত্রে। পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে শারীরিক থেকে মানসিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
সম্প্রতি একটি সমীক্ষা অনুসারে, ঘুমের অভাব কেবল আমাদের ক্লান্ত করে না, আমাদের মানসিক কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে। সাইকোলজিক্যাল বুলেটিন জার্নালে প্রকাশিত এই গবেষণাটি ঘুমের অভাব এবং মেজাজের উপর ৫০ বছরেরও বেশি সময় ধরে করা হয়েছে।

মন্টানা স্টেট ইউনিভার্সিটির পিএইচডি প্রধান লেখক কারা পালমার বলেছেন, গবেষণায় দেখা গিয়েছে যে ৩০ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক এবং ৯০ শতাংশ পর্যন্ত কিশোর-কিশোরীরা পর্যাপ্ত পরিমাণ ঘুমান না।

৫ হাজার ৭১৫ জন অংশগ্রহণকারীর উপর পাঁচ দশক ধরে ১৫৪টি গবেষণার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। প্রতিটি গবেষণায় ঘুমের ম্যানিপুলেশনের পরে অন্তত একটি আবেগ-সম্পর্কিত পরিবর্তনশীল পরিমাপ করা হয়েছে। সামগ্রিকভাবে দেখা গেছে, কম ঘুমের ফলে অংশগ্রহণকারীদের মধ্যে আনন্দ, সুখ এবং তৃপ্তি এসবে ইতিবাচক প্রভাবের পাশাপাশি দ্রুত হৃৎস্পন্দন ও উদ্বেগ বৃদ্ধির মতো লক্ষণ দেখা দিয়েছে।