• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩  

গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, মদ, ধূমপানসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আমাদের শরীরে কী ধরনের ক্ষতি করে; তা অনেকেরই অজানা।
আর তাই চলুন বিভিন্ন ধরনের মাদকের ক্ষতিকর দিকগুলো জেনে নিই-

ইয়াবার ক্ষতিকর দিক

১.ইয়াবা সেবনে স্মরণশক্তি ও মনোযোগ দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায়।

২.দীর্ঘদিনে ইয়াবা সেবনে আত্মহত্যার প্রবণতা দেখা যায়।

৩. যৌনশক্তি নষ্ট হয় ও সেই থেকে বন্ধ্যাত্ব দেখা দেয়।

৪.মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।

৫.লিভার ও কিডনি নষ্ট হয়ে যায়।

৬. রক্তচাপ বৃদ্ধি পায় এবং এ থেকে হার্ট অ্যাটাক হতে পারে।

৭. ইয়াবা সেবন করা ব্যক্তির মধ্যে কলহ প্রবণতা, আগ্রাসী ও আক্রমণাত্মক মনোভাব দেখা দেয়।

গাঁজা সেবনের ক্ষতিকর দিক

১.যে বা যারা গাঁজা খায় তাদের ভালো মন্দ বিচার করার ক্ষমতা হ্রাস পায়।

২. দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি হ্রাস পায়।

৩. মতিভ্রম হয়।

ফেন্সিডিল বা হেরোইন সেবনের ক্ষতিকর দিক

১. অতিরিক্ত ফেন্সিডিল বা হেরোইন সেবনে ফুসফুস/হার্টে প্রদাহ হয়।

২. দীর্ঘদিন সেবনে পুরুষত্বহীনতা বা বন্ধ্যাত্ব দেখা দেয়।

মদ্যপানের ক্ষতিকর দিক

১. মদ্যাপান করলে প্রথমত গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ে আর ওই গ্যাস্ট্রিক থেকে পরবর্তীতে আলসার হয়ে যায়।

২. লিভার সিরোসিস ও ক্যান্সার হয়।

ধূমপানের ক্ষতিকর দিক

১.মুখে ঘা ও ক্যান্সার হয়।

২.ফুসফুসে ক্যান্সার হয়।

৩.হার্ট অ্যাটাক ও মস্তিষ্কের রক্তক্ষরণ হয়।

ইনজেকশনের মাধ্যমে

অনেকেই ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণ করে। এতে করে এইডস, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি হয়।

মাদকাসক্তির পরিণতি অকাল মৃত্যু। এসব ক্ষতিকর দিক বিবেচনা করে মাদক সেবন অবশ্যই বন্ধ করা উচিত।