• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

যে গ্রুপের রক্তে করোনার ঝুঁকি বেশি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ মে ২০২১  

মহামারি করোনা ভাইরাসে দিশেহারা বিশ্ববাসী। করোনা নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে জনস্বাস্থ্যবিদরা। ঠিক এমনই এক গবেষণায় জানা গেছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, দেশটির গবেষণা প্রতিষ্ঠান ‘দি কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) তাদের এক গবেষণাপত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই গবেষণায় বলা হয়, যে সব মানুষের শরীরে ‘ও’ গ্রুপের রক্ত আছে তাদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা সব থেকে কম। গবেষণায় আরও দাবি করা হয়, তারা যদি আক্রান্ত হন, তা হলেও উপসর্গহীন অথবা মৃদু উপসর্গ যুক্ত থাকবেন।

ইন্ডিয়া টুডে জানায়, ভারত জুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে সেই নমুনা নিয়ে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। এর পরই এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশির ভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

গবেষণায় আরও দাবি করা হয়, যারা নিরামিষ খান তাদের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কারণ নিরামিষ খাবারের মধ্যে যে পুষ্টিগুণ থাকে, তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বাড়িয়ে তোলে।

সিএসআইআর আরও বলছে, কোভিডমুক্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও নিরামিষ খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।