• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারি প্রতিষ্ঠানে চতুর্থ গ্রেডে চাকরি, বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩  

পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে চতুর্থ গ্রেডে সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।

পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো (এসআরএফ)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পপুলেশন স্টাডিজ বা এ ধরনের বিষয়ে ডিগ্রি থাকতে হবে। অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে। শিক্ষকতা বা গবেষণাকাজে ৮ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বিডিএসের মান অনুযায়ী, অন্তত পাঁচটি জার্নালে প্রকাশনা থাকতে হবে। ম্যাক্রোইকোনমিকস, ইন্টারন্যাশনাল ট্রেড, ডেমোগ্রাফি ও পপুলেশন স্টাডিজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অত্যধিক দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে পিএইচডি ডিগ্রির শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে [email protected] ঠিকানায় ই-মেইল করে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে কোনো প্রকাশনা ও সনদ/মার্কশিট পাঠানোর প্রয়োজন নেই। ই-মেইল পাঠানোর পর আবেদনকারীর ই-মেইলে একটি স্বয়ংক্রিয় প্রাপ্তিস্বীকারপত্র যাবে। আবেদনকারী তা দুই দিনের মধ্যে গ্রহণ না করলে আবেদনপত্রের প্রিন্ট কপি সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে।

সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৩।