• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

বিআরটিসিতে ২৫০ পদে নিয়োগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩  

বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৬তম গ্রেডে বাস বা ট্রাকচালক (অপারেটর) গ্রেড-সি পদে ২৫০ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: বাস বা ট্রাকচালক (অপারেটর) গ্রেড-সি

পদসংখ্যা: ২৫০

যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। পাবলিক সার্ভিস ভেহিকেলসহ (পিএসভি) ভারি যানবাহন চালনায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। যানবাহনের প্রাথমিক মেরামত এবং যানবাহনের ছোটখাটো খুচরা যন্ত্রাংশ সম্পর্কে জানাশোনা থাকতে হবে। পরিযান বিধি এবং মহাসড়ক সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সরাসরি বা কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল/ফোন নম্বর উল্লেখসহ), জন্ম তারিখ, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের অথবা জন্মনিবন্ধন সনদের নম্বর, অভিজ্ঞতা উল্লেখ এবং তারিখ ও স্বাক্ষর দিতে হবে। আবেদনপত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ি চালনায় কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতার সনদ; সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি; শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি; ড্রাইভিং লাইসেন্সের দুই কপি স্পষ্ট সত্যায়িত ফটোকপি; নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। খামের ওপর পদের নাম ও প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মোহম্মদ সাইদুর রহমান, জেনারেল ম্যানেজার (প্রশা. ও পার্সো.), বিআরটিসি, ২১ রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০।
আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৩।