• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে অভিজ্ঞতা ছাড়াই চাকরি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) (নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড ও সিএমসির যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চারজনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ৩ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।
বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ–সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এনভায়রনমেন্টাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।
বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা। এ ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।
বেতন: মাসিক মূল বেতন ৪২,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি
বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৫ ডিসেম্বর ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।