• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পালং-জাজিরার মানু‌ষের মা‌ঝে শুধু নৌকার স্লোগান

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসভা, পথসভা, উঠান বৈঠকসহ গণসংযোগ চলছে ধুমছে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার মধ্য দিয়ে রীতিমতো ব্যস্ত সময় পার করছে শরীয়তপুর-১ (পালং-জা‌জিরা) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু। এলাকার নেতার্কমী ও সর্মথকের সঙ্গে যোগ দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের একঝাঁক তরুণ কর্মীরা। তাই আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা বেশ জমে উঠেছে শরীয়তপুর-১ আসনের পালং-জাজিরায়। পালং-জাজিরার মানু‌ষের মা‌ঝে শুধু নৌকার স্লোগান । এ যেন নৌকার জয়জয়কার।
 
নির্বাচনী প্রচারণা ভোটারদের মধ্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের গত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরছেন। পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইছেন তারা। নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন এই তরুণরা।
 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শরীয়তপুর-১ আসনের উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদারসহ এলাকার নেতার্কমীরা একযোগে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইকবাল হোসেন অপুর পক্ষে।
 
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় চমক আনতেই নৌকা ও ইকবাল হোসেন অপুর পক্ষে অংশ নিয়েছেন আওয়ামী লীগের একঝাক কেন্দ্রীয় তরুণ ছাত্রলীগের নেতারা।
 
নৌকা ও ইকবাল হোসেন অপুর হয়ে ভোট চাইছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন ও গোলাম রাব্বানী চিনু, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলীম বেপারি, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইলিয়াছ উজ্জামান, নুরজাহান আক্তার সবুজ, সদস্য ইমরুল পারভেজ শিমুল, ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ। 
 
শরীয়তপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন অপু শেখ হাসিনার সরকারের গত দুই মেয়াদের উন্নয়ন তুলে ধরে শিক্ষা, শিল্পকারখানা, অর্থনৈতিক অঞ্চল নির্মাণসহ সব উন্নয়মূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। বিশেষ করে এলাকার যুবকদের খুবই প্রিয় ইকবাল হোসেন অপু। তাই তাদের জন্য আলাদাভাবে পরিকল্পনা রেখে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি।