• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন শীর্ষক সেমিনার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

 শরীয়তপুর প্রতিনিধি ॥  
ভেদরগঞ্জ উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উপজেলাধীন সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করণ ও সফল বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
১০ ডিসেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের শহীদ আক্কাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা অফিসার আনিছুর রহমান তপু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবর মিয়া, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মানিক। এছাড়াও বিভিন্ন ব্যাংক ম্যানেজার, এনজিও প্রতিনিধিগণ। 
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা বলেন, ভেদরগঞ্জ উপজেলায় ১৩ ইউনিয়নে বিভিন্ন ভাতাভোগীর সংখ্যা ১৭ হাজার ৮০ জন। এর মধ্যে বয়স্ক ভাতা পায় ৯ হাজার ৬৫ জন। প্রাথমিক স্তরে প্রবিবন্ধী ভাতা পায় ৭৪ জন, মাধ্যমিক স্তরে ৪৩ জন, উচ্চ মাধ্যমিক স্তরে ১০ ও উচ্চতর স্তরে ১ জন ১২৮ জন। এছাড়াও দলিত, হরিজন, বেধে সম্প্রদায় এর ভাতা প্রাপ্তির সংখ্যা ২৯ জন। বাকী ভাতার মধ্যে রয়েছে মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা ও জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা। এই ভাতা বিতরণের প্রাথমিক পর্যায়ে কিছুটা অভিযোগ শুনাগেলেও সকল ভাতা কার্যক্রম ডিজিটালাইস্ট করা সম্পন্ন হলে সকল অনিয়ম ও দূর্নীতি কমে আসবে। সে লক্ষে আজকের এই সেমিনার। এর মাঝ দিয়ে ভাতা নির্বাচনকারী জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও ব্যাংক কর্মকর্তাগণ তাদের শ্রম ও ত্যাগের পরিচয় দিয়ে সঠিক ভাতা ভোগীদের হাতে ভাতা তুলে দিয়ে সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে সাফল্য মন্ডিত করবে।