• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় জাতীয় বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  

ডামুড্যা প্রতিনিধিঃ 

"জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি” এই শ্লোগানে  শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্ধোধনী  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডামুড্যা  উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বেলা ১২ টার সময় ডামুড্যা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা  নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল মুকীম, সহকারী শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন আহাম্মেদ,জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, ইউআরসি ফয়জুল কবির, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোঃ লিটন মুন্সী, ডামুড্যা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকার, সরকারী ডামুড্যা মুসলিম উচ্চ বিদ্যালয়ের (ভারপাপ্ত) প্রধান শিক্ষক মাসুদ আহাম্মেদ,সিনিয়র শিক্ষক আলী আজগর মিয়া,আব্দুল মজিদ,আসাবুদৌলা রতন,মোঃ মোক্তার হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিক ও মেলায় অংশ গ্রহন কারীগন।

উদ্ধোধনী বক্তৃতায় বক্তাগন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান আছে বলেই আজ আমরা বলতে পারছি ডিজিটাল বাংলাদেশ।