• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভেদরগঞ্জে সিআইজি সদস্যদের মাঝে জাল বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ২০১৮-২০১৯ অর্থ বছরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্প (এনএটিপি-২) প্রকল্পের আওতায় উপজেলার ২৬ জেলের মাঝে জাল ও রশি বিতরণ করা হয়েছে। ২১ জানুয়ারী মঙ্গলবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জন প্রতি প্রত্যেক জেলেকে ২৫ কেজি পরিমান ওজন ও ১০০ মিটার দীর্ঘ জাল ও দুইটি করে রশি বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। এছাড়াও উপজেলা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও জেলা গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী তানভীর আল নাসীফ বলেন, সরকার উন্নয়নের অগ্রযাত্রায় সকল শ্রেণী পেশার মানুষকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। আমাদের উপজেলার মৎস্যজীবী সমিতির বিভিন্ন দলের সদস্যদের জাল সহ আর্থিক সহায়তার মাধ্যমে তাদের আয়বর্ধক কার্যক্রমে সহযোগিতা করছে। এ সহযোগিতার সুযোগ সৎ ব্যবহার করে নিজেদের উন্নয়নের পাশাপাশি তারা সামাজিক ও জাতীয় উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে।