• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় জাতিয় ভোটার দিবসের র‍্যালী অনু্ষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২০  

 

আজ ২ মার্চ, জাতীয় ভোটার দিবস। দেশে দ্বিতীয়বারের মতো দিবসটি উদযাপিত হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’।

সোমবার  ২ মার্চ সকাল সাড়ে ১০ টার দিকে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের  সামনে থেকে এক টি র‍্যালী বের করা হয়।

র‍্যালী গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবের সামনে গিয় শেষ হয়।
 

 এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মূঈদ,উপজেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম গোলাম মোস্তফা, 
মাধ্যমিক শিক্ষা অফিসার গিয়াস উদ্দিন আহমেদ,সমাজ সেবা কর্মকর্তা ওবায়দুর রহমান,জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল,কনেশ্বর ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান বাচ্চু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা গন।

এর আগে প্রথম ভোটার দিবস পালিত হয় ২০১৯ সালের ১ মার্চ। এরপর সরকার চলতি বছরের ১৫ জানুয়ারি পরিপত্র জারি করে মিন্ত্রপরিষদ বিভাগ জানায়, এখন থেকে প্রতিবছর জাতীয় ভোটার দিবস পালিত।