• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক-২

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২০  

 

শরীয়তপুর সদর পালং মডেল থানা পুলিশ ১৪ মার্চ সন্ধায় অভিযান  চালিয়ে  চুরি হয়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার ও ২ জনকে আটক করেছে। জানাগেছে
শরীয়তপুর পালং থানাধীন দক্ষিণ মধ্যপাড়া গ্রামস্থ মনোহর বাজারের রাজ্জাক মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার পাশে থেকে একই থানার চরপাতাং গ্রামের মোঃ আতিকুল ইসলাম (৩৮), এর  ইয়ামাহা কোম্পানির লাল রংয়ের ফেজার মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- 2CL30023 63, চেচিস নং-2CL314055 61, রেজি নং- শরীয়তপুর ল-১১-১৪৫১ যাহার অনুমান মূল্য ২,৭৫০০০/- (দুই লক্ষ পচাত্তোর হাজার টাকা) যা গত কার ১৩ মার্চ দুপুরে চুরি হয়ে যায়।
মোঃ আতিকুল ইসলাম অনেক খোঁজাখুঁজি করে মোটরসাইকেলটি না পেয়ে পালং মডেল থানায় এসে একটি অজ্ঞাতনামা মামলা দায়ের করেন যার মামলা নং- ০৮, তারিখঃ-১৩/০৩/২০২০  পরবর্তীতে পালং মডেল থানা পুলিশের এসআই/নিঃ মোঃ আশরাফুলের নেতৃত্বে একটি দল  চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধারে আভিযানে নামে। পুলিশ অভিযান চলিয়ে সোহেল ঢালী(২৪) ও আলীমুজ্জামান(২৩) কে আটক কর। গ্রেফতার কৃত সোহেল জাজিরা উপজেলা মানোর উদ্দিন মাদবর কান্দি গ্রামেরমোতালেব ঢালীর ছেলে। আটক আমুজ্জামান মাগুরা জেলার পারনন্দ আলী গ্রামের  আমিনুর রহমানের ছেলে।
পুলিশ  জানায় আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে আলীমুজ্জামান রথীর মাগুরা জেলার পারনন্দ আলী গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার সহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।