• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  


শরীয়তপুরের ডামুড্যায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপিত হয়েছে। আজ ১৫ মার্চ রবিবার বিকালে ডামুড্যা উপজেলা অফিসার্স ক্লাবে ডামুড্যা উপজেলা প্রশাসনের  উদ্যোগে এই দিবসটি পালন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “মুজিববর্ষের অঙ্গীকার-সুরক্ষিত ভোক্তা-অধিকার”। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা থানার ওসি মোঃ মেহেদী হাসান, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারী/বেসরকারী সকল দপ্তরের প্রধানগন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আসন্ন মাহে রমযান ওবছরব্যাপী আমরা একত্রে কাজ করে দেশের ভোক্তা-অধিকার সংরক্ষণের বিষয়ে উৎপাদক/আমদানি থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারণের জন্য সরকারের বিশেষ উদ্যোগ অব্যাহত রয়েছে। এই বিষয়ে স্ব-স্ব অবস্থান থেকে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি। তিনি বলেন, ভোক্ত-অধিকার দিবস উপলক্ষে নানা কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। ভোক্তা-অধিকার অধিদপ্তর ভোক্ত ও ব্যবসায়ী উভয় পক্ষের দিক গুরুত্ব দিয়ে থাকে। ভোক্তা-অধিকার সংরক্ষণ শুধুমাত্র অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করে না, দেশের যে কোন সময়ে দিনে/রাতে অভিযান পরিচালনা করে। নিয়মিতভাবে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে সভা হচ্ছে এবং ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।