• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

হোম কোয়ারেন্টাইনে না থাকায় সৌদি প্রবাসীকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ

শরীয়তপু‌রে হোম কোয়ারেন্টাইনে ১৪ দিন শেষ না হ‌তে ঘর থেকে বের হ‌য়ে এলাকা ও বাজা‌রে ঘোরাঘুরি করার দা‌য়ে সৌ‌দিআরব প্রবাসী ‌লিটন বেপারীকে ভ্রাম্যমান আদালত ‌বসি‌য়ে ৫ হাজার টাকা জরিমানা করা হ‌য়ে‌ছে। সোমবার (১৬ মার্চ) রাত সা‌ড়ে ৮টার দিকে সদর উপ‌জেলার কানার বাজার এলাকায় তা‌কে ঘুরতে দে‌খে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো: মাহাবুর রহমান শেখ।

লিটন বেপারী সদর উপ‌জেলার পালং ইউনিয়নের গঙ্গাদারপট্রি গ্রামের বা‌সিন্দা।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেট মো: মাহাবুর রহমান শেখ জানান, যারা সম্প্র‌তি বি‌দেশ থে‌কে এসে‌ছেন তা‌দের সরকা‌রিভা‌বে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাক‌তে বলা হ‌য়ে‌ছে। কিন্তু ১৪ দিন শেষ না হ‌তেই তি‌নি বন্ধু‌দের স‌ঙ্গে পালং ও কানার বাজারে ঘোরাঘুরি কর‌তে থা‌কেন। তাই ভ্রাম্যমান আদালত ব‌সি‌য়ে তা‌কে ৫ হাজার টাকা জরিমানা করা হয় । তা‌কে নজরদারী‌তে রাখা হ‌য়ে‌ছে। ১৪ দিন যেন হোম কোয়ারেন্টাইনে থা‌কেন।

এ সময় পালং মডেল থানা তদন্ত ওসি মো. আশরাফুল ইসলামসহ পু‌লিশের এক‌টি দল ছি‌লেন।