• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাটকা বিরোধী অভিযানের ভেদরগঞ্জে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২০  


১২ এপ্রিল রবিবার ইলিশের ৫ম অভয়াশ্রম ভেদরগঞ্জ এর পদ্মা নদীতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, ও সখিপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি পিকাপ ভর্তি জাটকাসহ দুই আড়ৎদার ও চালকে আটক করেছে।
 আজ ভোর ৪ টায় পদ্মানদীর ৫ম অভয় আশ্রমের জাটকা রক্ষায় পরিচালিত  অভিযানে সখিপুর থানার চরসেন্সাস ইউনিয়নের বালার বাজার বেলী ব্রীজের কাছ থেকে ১ হাজার কেজি জাটকা,একটি পিকাপসহ ৩ জনকে আটক করে।
  আটককৃতদের পরে ভেদরগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে হাজির করলে।পরে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রত্যেককে ২০ হাজার টাকা করে আর্থিক দন্ড প্রদান করে।
 ভেদরগঞ্জ  উপজেলা  সিনিযর মৎস্য অফিসার  মোহাম্মদ আবদুস সামাদ  বলেন  সরকারে নির্দেশনায় জাটকা রক্ষা কর্মসূচীর অংশ হিসেবে  আমরা সখিপুর পুলিশের  সহায়তা নিয়মিত  অভিযান পরিচালনা করছি।তার অংশ হিসেবে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  চালিয়ে পিকাপ আটক করি। উপজেলা  নির্বাহী  অফিসার  তানভীর  আল  নাসীফ  অভিযুক্ত দের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত বসিয়ে গাড়ী চালক শাহীন,আড়তদার ফারুক ও কামাল কে ২০ হাজার টাকা করে অর্থ দন্ডদেন।  জব্দকৃত জাটকা মাটি চাপা দিয়ে  ধ্বংস  করা হয়েছে।