• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপু‌রে কৃষক‌দের ধান কে‌টে দি‌লেন স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মে ২০২০  

শরীয়তপুর প্র‌তি‌নি‌ধিঃ শরীয়তপুর সদ‌রে করোনাভাইরাসের প্রভাবে শ্রমিক সংকটে পড়ায় কৃষকের ১৫০ শতাংশ  জমির পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন জেলা ও সদর পৌরসভা স্বেচ্ছা‌সেবকলীগ নেতাকর্মীরা।

মঙ্গ‌লবার (০৫ মে) সকাল ৮ টা থেকে দুপুর সা‌ড়ে ১২টা পর্যন্ত সদর উপ‌জেলার চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের কৃষক আবুল কালাম খান ও কামরুল মু‌ন্সীর জমির পাকা ধান কেটে তাদের বাড়িতে পৌঁছে দেন। ধান কাটার নেতৃত্ব দেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার ও শরীয়তপুর পৌরসভার সভাপতি জিল্লুর রহমান সবুজ ।

শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার বলেন, বর্তমানে করোনাভাইরাসের কারণে উপজেলার কৃষকরা অসহায় হয়ে পড়েছে। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সেজন্য আমাদের নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আজ স্বেচ্ছা‌সেবকলী‌গের ৩৫/০৪জন নেতাকর্মী ধান কে‌টে আটি বেঁধে কৃষ‌কের বাড়ির আঙিনায় পৌঁছে দিয়েছি।

শরীয়তপুর পৌরসভা স্বেচ্ছা‌সেবকলী‌গের সভাপতি জিল্লুর রহমান সবুজ বলেন, করোনার কারণে কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হন সে জন্য প্রধানমন্ত্রীর আহবায়ন ও শরীয়তপুর-১ (পালং-জা‌জিরা) আসনের সংসদ সদস্য ইকবাল হো‌সেন অপু নির্দেশে এ ধান কাটার কাজ করা হচ্ছে। রোজা রে‌খে আমরা ধান ‌কে‌টে‌ছি। আগামী‌তে আংগা‌রিয়া ইউনিয়‌নের কৃষ‌কের ধান পাকা শুরু হ‌লে কে‌টে ঘ‌রে তু‌লে দেয়া হ‌বে ব‌লে জানান তি‌নি।

এ সময় শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, সোহাগ খান, কৃষি বিষয়ক সম্পাদক সালেক খানসহ জেলা ও সদর পৌরসভা স্বেচ্ছা‌সেবকলীগ নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।