• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে দীর্ঘমেয়াদী টেকসই প্রকল্প হাতে নেয়া হয়েছে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশে উপকূল অঞ্চলে ৮ হাজার কোটি টাকার দীর্ঘ মেয়াদী ও টেকসই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যা পর্যায়ক্রমে ৩ বছরের মধ্যে সম্পন্ন করা হবে। টেকসই বাঁধ নির্মাণের ফলে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা পদ্মার ভাঙ্গন থেকে রক্ষা পেয়েছে। তিনি আজ ১৫ জুলাই বুধবার জেলার জাজিরা ও নড়িয়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন। 

এছাড়াও মন্ত্রী নড়িয়া উপজেলা আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে তার নিজস্ব ঐচ্ছিক তহবিলের অর্থের চেক বিতরণ করেন।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেন, বাংলাদেশ নদী মাতৃকদেশ নদীর ভাঙ্গাগড়ার সাথে সংগ্রাম করে শরীয়তপুর জেলার মানুষের জীবন অতিবাহিত হয়।মামনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে পদ্মার তীর রক্ষার বাঁধ নির্মানের ফলে গত দুই বছর যাবৎ আমাদের নড়িয়া ভাঙ্গনের হাত থেকে রক্ষা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রূপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন সহ সকল ইউনিয় পরিষদ চেয়ারম্যান ও অন্যান্য নেতৃবৃন্দ।