• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দূর্যোগের মাঝেও কাঁচিকাটার ৯৪ পরিবার পেলো বিদ্যুৎ সংযোগ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ করোনা ও বন্যার দূর্যোগের প্রতিকূলতা উপেক্ষা করে পদ্মার দুর্গম চরাঞ্চল শিবসেন গ্রামের ৯৪ পরিবারের ঘরে বিদ্যুৎতের সংযোগ পৌছে দেয়া হয়েছে। গতকাল ২৭ জুলাই সোমবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নুতন সংযোগের শুভ উদ্বোধন করেন পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

উদ্বোধন স্থলে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার  তানভীর আল নাসীফ, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  নুরুল আমিন দেওয়ান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নওপাড়া সাব-জোনাল অফিসের এজিএম মো. মজিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি পক্ষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, শরীয়তপুরের মূল ভূ-খন্ড থেকে বিচ্ছিন্ন ভেদরগঞ্জ উপজেলাধীন কাঁচিকাটা ইউনিয়ন এবং নড়িয়া উপজেলাধীন চরাত্রা ও নওপাড়া ইউনিয়নে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মুন্সিগঞ্জের মূল সংযোগের সাথে এসব চরাঞ্চলকে যুক্ত করেছে মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এর ধারাবাহিকতায় সোমবার বিকেলে কাঁচিকাটা ইউনিয়নের শিবসেন এলাকায় ৯৪ জন গ্রাহকের ঘরে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপির মহোদ্বয়ের  প্রচেষ্টাতেই এসব চরাঞ্চলবাসীর বিদ্যুতের স্বপ্ন পূরণ হলো।
স্বাধীনতার অর্ধশত বছর পরে মুলভূখন্ড থেকে এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক  শামীম এর জন্য দোয়া করে এর কৃতজ্ঞতা  জানান।