• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মা ইলিশ রক্ষার ৮ম দিনে ভেদরগঞ্জে ২৯ জেলে আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ গতকাল ২০ অক্টোবর সন্ধ্যা ৬ টা থেকে ২১ অক্টোবর সকাল ৬ টা পর্যন্ত ১২ ঘন্টায় মা ইলিশ রক্ষা অভিযানের ৮দিনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৯ জেলেকে আটক করে। এসময় ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ১ টি ইঞ্জিন চালিত নৌকা ও ৪৫ কেজি মা ইলিশ জব্দ করেছ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্ব উপজেলা সিনিয়র মৎস্য অফিস মোঃ নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ জানান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম সহ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় মা-ইলিশ সংরক্ষন অভিযান ২০২০ এর ৮ ম দিন ভেদরগঞ্জ এর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২৯ জেলেকে আটক। ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জালগুলো জনগনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হযেছে।

জেলেদের প্রচলিত আইনে সাজা দেয়া হয়। মা ইলিশ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে। আর জব্দ নৌকার বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। অপর দিকে নরসিংপুর ফেরী ঘাটের আড়ৎ এলাকায় অবৈধ ভাবে বরফ মজুদ করায় ২ ব্যক্তিকে অর্থদন্ড ও মা ইলিশ পরিবহনের দায়ে  উত্তর তারাবুনিয়ার সাইজদ্দিন নামে এক মাছ বিক্রেতাকে জেল দিয়েছে ভ্রম্যমান আদালত।