• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

শিক্ষার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অসামান্য অবদান রেখে চলছেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতিকে মানসম্মত  সুশিক্ষায় শিক্ষিত করার জন্য জাতীয় জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। জাতির পিতাকে অনুসরণ করে  দেশর ২৬ হাজার রেজিস্ট্রার ও কমিউনিটি স্কুলকে সরকারি করেছে,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা  অবকাঠামো উন্নয়ন,শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের এমপিও করন করেছে। তিনি আজ নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নড়িয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোছলেহ উদ্দিন মৃধার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা আঃ রব মুন্সি, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ ওহাব বেপারী, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন মোল্লা, নড়িয়ার পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি, বাংলাদেশ শিক্ষক সমিতির ফরিদপুর আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আলী আজম মৃধা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ নুরুল আমিন রতন।

প্রধান অতিথি বলেন, দেশের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করার পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে যাচ্ছেন। বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ সহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদের নিজ সন্তানের স্নেহে শিক্ষা দিলে ওরা এক দিন দেশের আদর্শ নাগরিক হয়ে গড়ে উঠবে। মনে রাখবেন রাষ্ট্রপতিকেও তার শিক্ষক নাম ধরে ডাকতে পারে। এ সম্মান একমাত্র শিক্ষকদের জন্য।