• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ভেদরগঞ্জে গো খাদ্যসহ বিভিন্ন উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধি: ভেদরগঞ্জে প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ১৩ ইউনিয়নের ২২ জন খামারীর মাঝে বিনামূল্যে দুগ্ধ উপকরণ দানাদার গো-খাদ্য রেডি ফিড, ভিটামিন মিনারেল পিমিক্স, কৃমিনাশক ট্যাবলেট, ভ্যাকসিন, রেজিষ্টার ও নগদ টাকাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ ২৩  নভেম্বর বেলা ১১টায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুবোধ কুমার দাস। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আবদুর মতিন সরকার, ভ্যাটেনারী সার্জন ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মিরাজ হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে অফিস চত্বরে এনএটিপি এর আওতায় উপজেলার ১৩টি গ্রুপের গাভী পালন প্রদর্শনী সম্প্রসারণের লক্ষ্যে ২২ জন খামারীর মাঝে গাভীর দুগ্ধ উৎপাদন ৩ গুণ বাড়ানের জন্য এ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রত্যেককে ২৪০ কেজি দানার রেডি ফিড, ২ কেজি ভিটামিন পিমিক্স, কৃমিনাশক ট্যাবলেট ৪টি, রেজিষ্টার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠিানের প্রধান অতিথি জেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ সুবোধ কুমার দাস বলেন, কৃষির সাথে প্রাণী সম্পদের উন্নয়নে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সমান গুরুত্ব দিয়ে এ খাতের উন্নয়নের জন্য প্রণোদনা ও ভতুর্কি কার্যক্রম চালু করেছেন। তারই অংশ হিসেবে আজ আমরা ভেদরগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নের ২২ জন গাভী পালকের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করলাম। এর ফলে দুগ্ধ উৎপাদন স্বাভাবিকের চেয়ে দ্বিগুন কোন কোন ক্ষেত্রে তিন গুন বৃদ্ধি পাবে। ফলে আমাদের দুধের ভিটামিন ও প্রটিনের অভাব বহুলাংশে হ্রাস পাবে। সারাদেশে একই ভাবে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের দেশে বিপ্লব ঘটানো সম্ভব হবে বলে বিশ্বাস করি।