• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

সকল দূর্যোগেই প্রধানমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, আপনারা কোন বিপদেই নিজেদের অসহায় ভাবেনা। কারণ আপাদের পাশে জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তার কর্মী হিসেবে আমরা আছি। তিনি গতকাল ২৭ নভেম্বর শুক্রবার বেলা ১১ টায় তার নির্বাচনী এলাকার নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ কালে এ কথা বলেন।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্ব এসময় নড়িয়া উপজেলা আওয়ামীলী সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ঘড়িষার ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রব খান, নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসিয়াল সহ জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

এসময মন্ত্রী পদ্মানদী ডান তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন করে বলেন, বিএনপি কোন সময়ই মানুষের পাশে থাকেনা তারা ক্ষমতায় থকলে লুটপাট করে ক্ষমতার বাহিরে থেকে জ্বালাও পোড়াও ও সন্ত্রাস করে। মন্ত্রী বলেন, বর্ষাকে টার্গেট করে দেশে নদী ভাঙন রোধে কাজ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। শরীয়তপুরের নাড়িয়ায় পদ্মার ভাঙন রোধে নদীতে ড্রেজিং করা হচ্ছে, যাতে আগামী বর্ষাকে নিয়ে চিন্তা করতে না হয়।

তিনি বলেন, ২০১৮ সালে নাড়িয়ায় সাড়ে পাঁচ হাজার বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। তবে সরকারের সদিচ্ছায় সাড়ে ১১শত কোটি টাকার প্রকল্প প্রণয়ন করে পানি সম্পদ মন্ত্রণালয় পরিকল্পিতভাবে কাজ করায় এ উপজেলার পদ্মা নদীর ডান তীরের একটি বাড়িও নদী গর্ভে বিলীন হয়নি। গত চার দিন আগে সুরেশ্বর বাজারে আগুনে যে ক্ষতি হয়েছে তা পুরণ করা সম্ভব নয়। তবে আপনাদের ব্যাথায় আমরা সমব্যাথি। সরকার ও আমার মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশ্রফুেনেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্ভব সব ধরনের সহায়তা করা হবে।
এ সময় তার সঙ্গে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সহকারী ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তোফায়েল আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল হেকিম, শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব উপস্থিত ছিলেন।

বর্ষার পরে প্রকল্পের কাজ পুরোদমে পুনরায় শুরু হওয়া মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রকল্পের কাজের শতকরা ৪৭ ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। প্রকল্পটির কাজ সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে ২০২২ সালের জুলাই মাসের মধ্যে।