• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভেদরগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ বয়স যদি আঠারো হয়-ভোটার হতে দেরি নয়’—এ প্রতিপাদ্য ধারণ করে ২ মার্চ মঙ্গলবার সারা দেশের ন্যায় জাতীয় ভোটার দিবস পালন করছে ভেদরগঞ্জ উপজেলা  নির্বাচন অফিস। কমিশনের উদ্যোগে সারা দেশে একযোগে  দিবসটি পালিত হচ্ছে। দিবসটি পালন উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে  উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের শহীদ আক্কাস- শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবদুর রশিদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক, উপজেলা হিসাব রক্ষণ অফিসার  আক্তারুজ্জামান। বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ বিভাগের  ডাঃ ফারুক হোসেন, পৌর প্রকৌশলী কামরুজ্জামান।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতিছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। এক বছর ভোটার দিবস পালনের পরে এই তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়। তিনি বলেন, ভোটার না হলে আমারা অনেক গুলো সরকারি সুযোগ সুবিধা  থেকে বঞ্চিত  হবো। তাই আমরা সময়মতো ভোটার হয়ে সরকার প্রদত্ত  সুযোগ গ্রহন করবো।