• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শহরের সেবা গ্রামে পৌঁছে দিতে কাজ করছেন প্রধানমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নে বিশ্বের রোল মডেল। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বের কারণে দেশ এখন উন্নয়ন মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হচ্ছি। এ উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর দুরদর্শী চিন্তা চেতনা নিয়ে মাঠ প্রশাসন কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই শহরের নাগরিক সুবিধা গুলো গ্রাম পর্যায়ে পৌঁছে দিচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা গ্রামীণ উন্নয়নে কাজ করে যাচ্ছি। তিনি বুধবার (৩১ মার্চ) সখিপুর থানা পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য, সখিপুর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান হাওলাদার, সখিপুর ইউনিয়ন পরিষদ সচিব কবির হোসেন সহ স্থানীয় ইউপি সদস্যগন, সরকারি, বেসরকারি কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।