• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে দশম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে গোসাইরহাট উপজেলার উত্তর হাটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

গ্রেফতার যুবক মো. হেলাল ঢালী (২২) উপজেলা উত্তর হাটুরিয়া গ্রামের মাইনুদ্দিন ঢালীর ছেলে। তিনি এক কোম্পানির গাড়ি চালক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে আসামী হেলাল ঢালী তার নিজ বাড়িতে একটি কক্ষে নিয়ে ওই

মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি তার পরিবারের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন। পরে মঙ্গলবার রাত ১২টার দিকে ওই ছাত্রীর মা বাদী হয়ে গোসাইরহাট থানায় মামলা করেন। মামলার পর গোসাইরহাট থানার এস আই মো. সহিদুল ইসলামের সর্গীয় পুলিশ ফোর্স উত্তর হাটুরিয়া বাগান বাড়ি থেকে আসামী হেলালকে গ্রেফতার করে। এরআগেও গত তিন বছর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। 

গোসাইরহাট থানার তদন্ত ওসি আবু বকর মাতুব্বর বলেন, গতকাল রাতে মামলার পরপরই আসামী হেলাল ঢালীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।