• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একত্র শিক্ষার্থীরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

শরীয়তপুর প্রতিনিধিঃ বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে একত্র হয়েছিল শরীয়তপুর নড়িয়া উপজেলার হালইসার নন্দনসার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুর রহমানকে নিয়ে শুভসংঘ নড়িয়া উপজেলা শাখা এই আয়োজনটি সম্পন্ন করে। সম্প্রতি নড়িয়া উপজেলার সভাপতি মো. শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার তছলিম আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল হক, সহকারী শিক্ষক বাবু রতন কুমার দে, মশিউল আলম, ফজলুল করিম, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলাউদ্দিন আহমেদ, বোরহান উদ্দিন প্রমুখ। মো. শহিদুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ে ও মাদকের খারাপ দিক সবাইকে জানতে হবে। এগুলো সামাজিকব্যাধি। এগুলো থেকে আমাদের সচেতন হতে হবে এবং আশপাশের মানুষকে সচেতন করে তুলতে হবে। সবশেষে বাল্যবিয়ে রুখতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীকে তাদের পরিবার বিয়ে দিতে চাইলে তা প্রতিরোধ করার পাশাপাশি আশপাশে যেকোনো বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধ করবে তারা।