• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ৪৯৫টি পরিবারে পেল আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৮  

শরীয়তপুর প্রতিনিধিঃ ‘যার জমি আছে ঘর নেই, তার নিজ বাড়িতে গৃহ নির্মাণ’ স্লোগানে প্রধানমন্ত্রীর নিজস্ব পরিকল্পনায় নির্মিত আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে উপজেলার ১১টি ইউনিয়নে ৪৯৫টি গৃহহীন পরিবারকে প্রায় ৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে ঘর নির্মাণ করে দেয়া হয়েছে। প্রকল্পটি উপজেলা নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে গঠিত ৫ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে করা হয়েছে।
সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অর্থায়নে সদর উপজেলার ১১ টি ইউনিয়নে ৪৯৫টি পরিবারকে এসব ঘর প্রদান করা হয়। শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, চিতলিয়া, তুলাসার, বিনোদপুর, মাহমুদপুর, চন্দ্রপুর, ডোমসার, শৌলপাড়া, রুদ্রকর, পালং, চিকন্দী ইউনিয়নে এ ঘর নির্মিত হয়েছে।
গত মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে সহকারি কমিশনার ভূমি, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীকে সদস্য করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সদস্য সচিব রেখে পাঁচ সদস্যের একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে এবং উপকারভোগী পরিবারের সদস্যদের অংশ গ্রহণে গৃহনির্মাণ ২০১৭-১৮ অর্থ বছরের গত ৩০ই জুন মধ্যে এর নির্মাণ কাজ শেষ হয়।
গদর উপজেলার হতদরিদ্র মকবুল হোসেন সরদার বলেন, দীর্ঘ দিন পরিশ্রম করেও একটি ঘর নির্মাণ করতে পারিনি। আমাদের ঘরে থাকার স্বপ্ন বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ ঋণ আমরা কোন দিন শোধ করতে পারবো না। তবে দোয়া করি তিনি যেন সারা জীবন আমাদের প্রধানমন্ত্রী থাকেন।
তিনি আরও বলেন, আমাদের উপজেলার ইউএনও স্যার আমাদের ঘর দিয়ে বলেছেন এই ঘর প্রধানমন্ত্রী দিয়েছে। আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি কারণ তিনি দয়া না করলে আমার ছনের ঘরে থেকেই মৃত্যু হত। আমার মত যাদের ঘর ছিল না তাদের সবাইকে নাকি ঘর দিছে।
রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী বলেন, আমাদের প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা সকলের কথা ভাবেন বলেই তিনি অসহায় মানুষ যাদের নিজস্ব জমি আছে তাদের ঘর করে দিয়েছেন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসাম্মাৎ নুরুন্নাহার বলেন, সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর অর্থায়নে আমাদের উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য সদস্যদের সার্বক্ষনিক তদারকিতে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
সদর উপজেলা প্রকৌশলী আ ফ ম তৈয়বুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে সদর উপজেলায় ঘরগুলো দিয়েছেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুর রহমান শেখ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দর্শন সবার জন্য উন্নয়ন। তারই ধারাবাহিকতায় আমাদের উপজেলায় এ পর্যন্ত মোট ৪৯৫টি আধাপাঁকা টিনসেড ঘর নির্মাণ করা হয়েছে। যার ফলে প্রধানমন্ত্রী দয়ায় ৪৯৫টি পরিবারের দুঃখের ঘরে সুখের আলো ফুটেছে।