• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রনোদনা পেল ২ হাজার ১১০ কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জুন ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ  ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ এর ২০২৩-২৪ মৌসুমের   কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ১শ ১০ কৃষককে বীজ ,সার প্রদান করা হয়েছে।

 সোমবার(১৯ জুন)  বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ অডিটরিয়াম থেকে আনুষ্ঠানিক ভাবে প্রনোদনার বীজ ,সার বিতরণ করা হয়।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবিব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ইমামুল হাফিজ নাদিম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানবীন হাসান শুভ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির বলেন,বৈশ্বিক মন্দায় খাদ্য সংকটের আশঙ্কায় কৃষির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এর মধ্যে দেশের কোনো জমি পতিত না রাখার পরামর্শ দিয়েছেন সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী। চাষাবাদে আগ্রহী করতে সরকারের পক্ষ থেকে কৃষকদের নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে কৃষি উপকরণ, সার ও বীজ দেওয়ার পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতিমা ইসলাম বলেন, তিনটি ক্যাটাগরিতে এ প্রণোদনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ধানের উৎপাদন বাড়াতে আমাদের উপজেলায় এবছর ২ হাজার ১শ ১০ জনকে ৫ কেজি করে উপশী ধান বীজ,১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি করে সার বিনা মূল্যে বিতরণ করা হয়।