• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পেল ১ হাজার ৩ জন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার সামগ্রী গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার(২১ জুন) মহিষার ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত ওইসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মহিষার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার।এসময় তদারককারি কর্মকর্তা ভেদরগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি অফিসার মামুনুর রশিদ হাসিব, ইউনিয়ন পরিষদ সচিব মোঃ দেলোয়ার হোসেন, প্যানেল চেয়ারম্যান দোলন হাওলাদার, সদস্য রবিন চৌধুরি ও মাহবুবুল আলম বাশার।
এ সময় উপকারভোগীরাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় গরীব ও অসহায়দের কথা ভাবেন। করোনাকালীন সময় প্রধানমন্ত্রী উপহারের খাদ্য সামগ্রী নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা যে ভাবে দেশের মানুষের পাশে দাড়িয়েছেন তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমাদের ইউনিয়নের ১ হাজার ৩ জনকে ১০ কেজি করে মোট ১০.০৩ মেট্রিক টন চাউল খাদ্য সহায়তা হিসেবে প্রদান করেছে।
প্রধানমন্ত্রী সকল সময় ভাবেন দেশের মানুষকে কি ভাবে ভাল রাখা যায়। প্রধানমন্ত্রী ইতিমধ্যে খাদ্যে স্বয়ংসম্পুর্ণ করেছেন বাংলাদেশকে। দেশের উন্নয়নে এবং মানুষের ভাগ্যের পরিবর্তনে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।