• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে প্রণোদনার সার ও নারিকেল চারা বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ বসতবাড়িতে  নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ২০২২/২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে ৫০৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে২৫২০ টি নারিকেল চারা বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে সামনে থেকে প্রণোদনার চারা  বিতরণ করা হয়।

 ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন  এর সভাপতিত্বে আয়োজিত বিতরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপসহকারি কৃষি অফিসার আবু হানিফ, মামুনুনর রশিদ হাসিব , আল আমিন, মনিরুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, পৌর কাউন্সিলর গন, গন মাধ্যমের সাংবাদিক গন সহ ইউপি সদস্য বৃন্দ, শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।   উপজেলা কৃষি অফিসার  জানান প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন  কৃষককে ৫টি করে  উফশী জাতের নারিকেল  চারা  দেয়া হচ্ছে।  প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা  কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে  কাজ করার আহবান জানান।