• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জ্বীনের বউ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ  নিজেকে সর্বরোগের চিকিৎসক পরিচয় দিয়ে  সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে অঞ্জনা রানী কে (৩৮) এ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাচালিয়া গ্রামের নকুল কর্মকারে স্ত্রী অঞ্জনা রানী ( অঞ্জু) নিজেকে জ্বীনের বেগম ও কালির সাধক  পরিচয় দিয়ে  সহজ সরল মানুষে  সাথে প্রতারণা  করছে এমন অভিযোগের ভিত্তিতে  সোমবার(২৮ আগস্ট) সকালে  অভিযান চালায় ভেদরগঞ্জ  থানা পুলিশ ও ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন।এ সময় অভিযোগে সত্যতা পাওয়ায়  ভেদরগঞ্জ থানা পুলিশ অঞ্জুকে আটক করে।ভুক্তভোগীদের অভিযোগ,
সকল সমস্যা ও রোগের চিকিৎসক, জিন ও কালি সাধনের মাধ্যমে সকল সমস্যার সমাধান করতে পারার কথা বলে অঞ্জনা রাণী কর্মকার ওরফে অঞ্জু। তার ভিজিট ২৬০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা করে হাতিয়ে নেয়।এর পরে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্ব পরিচালিত ভ্রাম্যমান আদালতে দোষী প্রমানিত হওয়ায় তাকে ৩০ দিনের কারাদন্ডের আদেশ দেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা ডিজিটাল থেকে স্মার্ট যুগে পদার্পণ  করলেও আমাদের সমাজে মানুষের মানসিকতা পরিবর্তন  হয়নি। যে কারণে প্রতারিত হচ্ছে। আর হাসেম অঞ্জুরা সুযোগ নিচ্ছে।  এদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তবে মানুষ সচেতন না হলে  অপরাধ নির্মূল হবে না।