• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট দিতে হবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩  

শরীয়তপুর -৩ আসনের সাংসদ সদস্য,জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য স্বনির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা আলহাজ্ব নাহিম রাজ্জাক  বলেছেন, বিএনপি-জামায়াতের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা গেলে কেউ শান্তিতে থাকতে পারবে না। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। মঙ্গলবার  (২৯ আগস্ট) ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়ন আওয়ামী লীগের
 জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্থানীয় বাংলা বাজার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান সরদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান কবির পালোয়ানের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগ  সাধারণ সম্পাদক অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেনের মোড়ল,সাধারণ সম্পাদক হাজি আব্দুল মান্নান হাওলাদার। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আসাদুজ্জামান রাড়ি, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ষেখ মোছাদেকুর রহমান মারুফ,ত্রাণ সম্পাদক আজাদ সরদার,উপপ্রচার সম্পাদক আবুল বাশার প্রমূখ।

নাহিম রাজ্জাক এমপি  বলেন, দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, গৃহহীনদের গৃহের ব্যবস্থা করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শেখ হাসিনা আজ বাংলাদেশকে যে অবস্থানে নিয়ে গেছেন, তা সারা বিশ্বে বাঙালি জাতির মর্যাদা বৃদ্ধি করেছে; বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছে।
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যে বঙ্গবন্ধুকে পাকিস্তানি শাসকগোষ্ঠীও হত্যা করার সাহস পায়নি তাকে হত্যা করেছে এদেশেরই কিছু মিরজাফর বিশ্বাসঘাতক। তাকে সপরিবারে হত্যার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। কারণ খুনিরা জানতো বঙ্গবন্ধুর পরিবারের একজনও বেঁচে থাকলে তাকে দাবায়ে রাখা যাবে না।