• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

শরীয়তপুরে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৩  

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে রাজা মিয়া ব্যাপারী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজা মিয়ার বাড়ি সখিপুর থানার কাচিকাটা ইউনিয়নের বকাউল কান্দি গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

জানা গেছে, ২০১৫ সালে রাজার সঙ্গে মিয়া চাঁদপুরের রাজরাজেশ্বর গ্রামের কাঞ্চন মালার বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই কাঞ্চন মালার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় যৌতুকের টাকা চাইতেন রাজা মিয়া। কাঞ্চন মালার পরিবার বিভিন্ন সময় তাকে টাকাও দিয়েছে। ঘটনার আগে স্ত্রীর পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন রাজা মিয়া। কাঞ্চন মালার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ২০২১ সালের ৬ জুন সকালে রাজা মিয়া তার স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় কাঞ্চন মালাকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার দিন রাজা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।

একই বছরের ৯ জুন নিহত কাঞ্চন মালার ভাই মনির হোসেন বাদী হয়ে রাজা মিয়াকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে রাজা মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত সাক্ষ্য–প্রমাণ গ্রহণ শেষে মঙ্গলবার রাজা মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলায় সরকারপক্ষের আইনজীবী এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি ফিরোজ আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামি রাজা মিয়া কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।