• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:

জাজিরায় বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার পাচ্ছেন ৩৮৩৫ কৃষক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ সরকারের প্রনোদনা কর্মসূচীর আওতায় শরীয়তপুরের জাজিরায় ৩ হাজার ৮শ ৩৫ জন কৃষককে বিনামূল্যে বীজও সার দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাজিরা উপজেলা  পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোবারক আলী সিকদার। জাজিরা উপজেল নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল বিপিএএ  এর সভাপতিত্বে ও  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বিপিএএ এর সঞ্চালনায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কর্তৃক আয়োজিত বিতরণ  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর,  উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার আকন, মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার,  উপজেলা আওয়ামী লীগের  সভাপতি জি এম নুরুল হক,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, বিকেনগর ইউনিয়নের চেয়ারম্যান এসকান্দার আলী ভূইয়া, পালের চর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজী,  অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা,  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বীথি রাণী বিশ্বাস, মুসলিমা জাহান রুনিয়া,   বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ,   পৌর কাউন্সিলর গন, ইউপি সদস্য বৃন্দ,  ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সহ কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।

 উপজেলা কৃষি অফিসারমোঃ জামাল হোসেন জানান,মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জায়গা ব্যবহারের লক্ষ্যে এবং নতুন জাত সম্প্রসারণের মাধ্যমে  ফলন বৃদ্ধির উদ্দেশ্যে শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ২০২৩- ২৪ অর্থবছরে  রবি মৌসুমে  ৩৮৩৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী  জাতের  সরিষা,খেসারি, মুগ, পেয়াজ, মসুর, সয়াবিন,  সূর্যমুখী, ভূট্টা, গম  বীজ ও সার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  তারই ধারাবাহিকতায় আজ বেলা  ১১টায়  ৯ টি ফসলের সরিষা বীজ (২২৩৫ জন), মসুর বীজ ( ৮০ জন), খেসারি বীজ (৯০) জন এবং পেয়াজ বীজ (৩৪৫ জন),  গম বীজ (৫০৫ জন) , সূর্যমুখী বীজ  ( ২৫ জন)  ভূট্টা বীজ ( ৫১০), মুগ বীজ (৪০),  সয়াবিন বীজ (৫ জন)  বীজ ও সার বিতরণ  উদ্বোধন করা হয়।  

এই বার  প্রণোদনা কর্মসূচিতে প্রতিজন কৃষক  সরিষার জন্যে ১ কেজি  বীজ,  ১০ কেজি ডিএপি সার, ১০  কেজি  করে এমওপি সার পাচ্ছেন, খেসারির জন্যে ৮  কেজি বীজ,  ১০ কেজি ডিএপি,  ৫ কেজি এমওপি সার, পেয়াজের জন্যে প্রতিজন কৃষক ১ কেজি বীজ,  ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার,  মসুর এর জন্যে ৫ কেজি বীজ,  ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার, গম এর জন্যে ২০ কেজি বীজ,  ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার,  ভূট্টার জন্যে ২ কেজি বীজ,  ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার,   মুগ চাষের জন্যে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার,  সয়াবিন এর জন্যে ৮ কেজি বীজ, সূর্যমুখীর জন্যে ১ কেজি বীজ,  ১০ কেজি ডিএপি ,  ১০ কেজি এমওপি সার,    ১০ কেজি ডিএইপি ও ৫ কেজি এমওপি সার,  পাবেন  যাতে করে এক বিঘা জমিতে আবাদ করতে পারেন।

প্রণোদনা কর্মসূচির বিতরণ উপলক্ষে বক্তরা  কৃষি বান্ধব সরকারের কৃষি উন্নয়নে নানাবিধ কর্মসূচির ভুয়সী প্রশংসা করেন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে কৃষি বিভাগের প্রশাংসা করে কৃষক কে অধিক পরিমাণে ফলনে আন্তরিক ভাবে  কাজ করার আহবান জানান।