• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

শান্তির জন্য নৌকাই একমাত্র সমাধান- রাশেদ খান মেনন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮  

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, এলাকার শান্তি বজায় রাখতে এক এবং একমাত্র সমাধান নৌকা প্রতীক। তাই এই প্রতীককে আবারও ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি।আজ বিকেলে রাজধানীর পল্টনের পিডব্লিউডি কলোনিতে ঢাকা–৮ আসনের নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আসনের প্রার্থী মেনন এই আহ্বান জানান।ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, গত দশ বছরে সাংসদ হিসেবে ঢাকার প্রাণকেন্দ্রের মতিঝিল,শাহবাগ,শাহজাহানপুর এলাকায় কোন সন্ত্রাস, চাদাবাজকে প্রশ্রয় দেইনি। মাদকের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। স্কুল কলেজগুলোতে বহুতল ভবন করে দিয়েছি,শহরকে পরিচ্ছন্ন রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি,এলাকার রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করেছি।রাশেদ খান মেনন বলেন, ১০ বছর আগে এই এলাকায় সন্ত্রাস ও চাদাবাজদের দৌড়াত্বের কারনে জনজীবন অতিষ্ঠ ছিল। কার মাধ্যমে এই সন্ত্রাস, চাঁদাবাজি হতো তা সবাই জানেন। এখন এই এলাকার মানুষ অনেক শান্তিতে বসবাস করছেন।

মেনন বলেন, আবার যদি এই আসনে কোনো সন্ত্রাসীকে বসাতে চান তাহলে আমার কথা নাই,তবে এলাকার জনগন যদি আরও ৫ টি বছর শান্তিতে ও উন্নয়নের পথেই থাকতে চান তাহলে তারা আমাকে বেছে নিতে ভুল করবেন না।এলাকার জন্য এখনো অনেক কাজ করার বাকি আছে যা আগামী ৫ বছরে সমাপ্ত করা সম্ভব। সুতরাং এলাকার শান্তি বজায় রাখতে ও উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকাই এক এবং একমাত্র সমাধান।

কেন্দ্রীয় পুলিশ হাসতালের সুপারিন্টেন্ডেন্ট এ কে এম নিজামুদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কেন্দ্র প্রধান রেজাউল করিম,সদস্য সচিব মঞ্জুরুল হক,পিডাব্লিউডি মসজিদের সভাপতি আনোয়ারুল ইসলাম খান সহ অন্যান্য স্থানীয় নেতারা। 
অনুষ্ঠান শেষে মেনন পল্টন ও পুলিশ লাইনের আবাসিক ও কমার্শিয়াল এলাকায় মিছিল ও জনসংযোগের মাধ্যমে লিফলেট বিতরণ করেন।