• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

মাশরাফির জন্য ভোট চেয়ে বাড়ি বাড়ি ছুটছেন স্ত্রী সুমনা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার স্ত্রী সুমনা হক সুমি স্বামীর জন্য ভোট চাইতে মাঠে নেমেছেন।

 

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বামীর জন্য নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। এসময় বাড়ি বাড়ি গিয়ে সুমনা উঠান বৈঠক করেন এবং স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট চান। নির্বাচন পর্যন্ত তিনি এই প্রচারণা চালাবেন বলে জানা গছে।

নির্বাচনী প্রচারণা চালাতে মাশরাফি বিন মুর্তজা গত শনিবার সপরিবার নড়াইলে আসেন। গতকাল মাশরাফি সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নে জনসভা করে এলাকার মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট চান। অন্যদিকে মাশরাফির স্ত্রী সুমনা সদর উপজেলার বাসগ্রাম, চণ্ডিবরপুর ইউনিয়ন, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের ১৭টি গ্রামে গণসংযোগ করে স্বামীর জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে সুমনা হকের সঙ্গে ছিলেন তার বড় বোন জেলা যুব মহিলা লীগের সদস্য সঞ্চিতা হক, চাচা খায়রুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রিপা, জেলা আওয়ামী লীগের সদস্য খসরুল আলম, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম প্রমুখ।