• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

নেতাদের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে ছাত্রদলের প্রতারণা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ জুলাই ২০২০  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদের নামে ফেসবুক আইডি ও পেজ খুলে দলের তৃণমূল কর্মীদের সাথে প্রতারণা করার অভিযোগ পাওয়া গেছে। অবাক করা তথ্য হলো, কেন্দ্রীয় ছাত্রদলের কিছু ছোট পদধারী নেতারা দলের সিনিয়র নেতাদের নামে অনলাইনে প্রতারণা করছেন বলে জানা গেছে।

ছাত্রদলের পদধারী নেতাদের অভিনব প্রতারণায় ক্ষুব্ধ হয়ে শেষ পর্যন্ত সম্মান বাঁচাতে মির্জা ফখরুল ও রিজভী আহমেদের মতো নেতারা প্রকাশ্যে জানিয়েছেন যে তাদের কোন ফেসবুক আইডি বা পেজ নেই। কৌশলে একটি চক্র এসব আইডি ও পেজ ব্যবহার করে তৃণমূল নেতা-কর্মীদের কাছ থেকে কখনো দলের প্রতিষ্ঠাবার্ষিকী, কখনো জিয়াউর রহমান জন্ম ও মৃত্যুবার্ষিকীর নামে এমনকি বেগম জিয়াকে নিয়ে জড়িয়ে চাঁদাবাজি করছে। বিএনপি ঘনিষ্ঠ গোপন সূত্র বলছে, কেবল মাত্র দলের সম্মান রক্ষার্থে এসব ছাত্রদল কর্মীদের পরিচয় প্রকাশ করছেন না মির্জা ফখরুলরা। তবে এতে তৃণমূল পর্যায়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং নেতাদের নামে চাঁদাবাজি ও অসত্য তথ্য প্রচার অব্যাহত থাকলে আগামীতে তৃণমূলের কর্মীরা দলত্যাগ করতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করেছে বিএনপির হাইকমান্ড। যার কারণে উপায়হীন হয়ে ছাত্রদল নেতাদের নাম উল্লেখ না করে তাদের অসাধু চক্রের সদস্য দাবি করে তাদের হাত থেকে রক্ষা পেতে ৭ জুলাই রিজভী আহমেদ প্রেস ব্রিফিং করে দাবি করেছেন যে তার নিজের, মির্জা ফখরুল এমনকি তারেক রহমানের কোন ফেসবুক আইডি নেই।

বিএনপির নয়াপল্টন পার্টি অফিস ঘনিষ্ঠ একটি গোপন সূত্র বলছে, কেন্দ্রীয় ছাত্রদলের একটি বড় অংশ যারা গুরুত্বপূর্ণ পদে নেই, তারাই বিএনপির সিনিয়র নেতাদের নামে-বেনামে ফেসবুক আইডি ও পেজ চালিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। দলীয় বিভিন্ন অনুষ্ঠানের নামে লুটে নেয়া হচ্ছে তৃণমূল কর্মীদের সর্বস্ব। দল করতে গিয়ে পথে বসতে বসেছেন তৃণমূল বিএনপির অনেক কর্মী। সহজ-সরল কর্মীদের সিনিয়র নেতার পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রতারণা করছে ছাত্রদলের কিছু বিপথগামী কর্মীরা। টাকা-পয়সার হিসাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ায় একটি অংশ রিজভী আহমেদকে এই তথ্য দিলে তিনি দলের সম্মান রক্ষার্থে তাদের পরিচয় না দিয়ে কুচক্রী বলে চালিয়ে দেন। পাশাপাশি তিনি প্রতারকদের বিষয়ে সচেতন হতে দলীয় নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন।

সিনিয়র নেতাদের নামে ফেসবুক আইডি বা পেজ চালিয়ে প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, এই ধরনের অভিনব প্রতারণার অভিযোগ শুনেছি। আমরা দলীয় পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা প্রতারকদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি। তারা সম্ভবত বিএনপির আদর্শ ধারণ করেন না। যার কারণে তারা দল ও নেতাদের সাথে প্রতারণা করছেন। বিষয়টি দুঃখজনক।