• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ইমাম রুকুতে থাকা অবস্হায় যেভাবে নামাজে শরিক হবেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪  

জামাতের সঙ্গে নামাজ আদায়ের জন্য মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম রুকুতে রয়েছেন, তাহলে দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলবেন। অতঃপর হাত না বেঁধে আবার তাকবির বলে রুকুতে চলে যাবেন। রুকুর জন্য আলাদা করে তাকবির না বললেও সমস্যা নেই। সাহাবিদের থেকে এ রকম ক্ষেত্রে রুকুর তাকবির বলা ও না বলা উভয় রকম আমলই বর্ণিত রয়েছে।
নামাজে ইমামের সঙ্গে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন- কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সঙ্গেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন- কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।

তবে মসজিদে উপস্থিত হয়ে ইমামকে কাওমা বা সিজদায় পেলে ওই অবস্থায়ই ইমামের সঙ্গে শরিক হয়ে যাওয়া উচিত। অনেকে ইমামের দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর জন্য অপেক্ষা করেন, এটা সঠিক নয়। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ

অর্থ: ‘তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায়, সে অবস্থায়ই যেন ইমামের সঙ্গে শরিক হয়ে যায়’। (সুনানে তিরমিজি: ৫৯১)