• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে

মানসিক অসুস্থ আব্দুল্লাহ মুখস্ত করলেন পুরো কোরআন! (ভিডিও)

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

সৌদি আরবের ৩১ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ আব্দুল্লাহ আল-কারনি কোরআনে হাফেজ হয়েছেন। আল্লাহর মেহেরবানী এবং নিজের ঐকান্তিক প্রচেষ্টায় পুরো পবিত্র কুরআন মুখস্ত করতে তিনি সক্ষম হন।

এই মানসিকভাবে অক্ষম ব্যক্তি অসুস্থ সত্ত্বেও পুরো কুরআন মুখস্ত করে সারা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন। রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

আবদুল্লাহর পরিবার চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে জানতে পারেন, তিনি লিখতে ও পড়তে পারবে না। তাই তাকে স্কুলেই ভর্তি করানো হয়নি। আবদুল্লাহর জীবনের অধিকাংশ সময় হাসপাতলেই কেটেছে।

এদিকে আবদুল্লাহ কোনো মাদ্রাসায় ভর্তি না হয়েই প্রাতিষ্ঠানিক লেখাপড়ার ক্ষমতা ছাড়াই হৃদয় দিয়ে পুরো কোরআন মুখস্ত করায় অনেকেই বিস্মিত হয়েছেন।

সৌদি বংশোদ্ভূত মোহাম্মাদ আব্দুল্লাহ আল-কারনি শুধু মানসিক অসুস্থই নয়, বরং তার শারীরিক অঙ্গপ্রত্যঙ্গেও রয়েছে নানা অসঙ্গতি।

আবদুল্লাহর ভাই মোহাম্মদ আব্দুল্লাহ জানান, সে শারীরিক সমস্যা নিয়েই জন্মগ্রহণ করে। জন্মের পর তার একটি মুত্রনালী নষ্ট হয়ে যায়। একটি মাত্র পেলভিস নিয়েই বেঁচে আছে। 

তিনি আরো বলেন, এটা আল্লাহর মেহেরবানী এবং তার ঐকান্তিক প্রচেষ্টার কারণেই পুরো পবিত্র কোরআন মুখস্ত করেছেন।