• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

গোনাহ মাফের ছোট্ট আমল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

মহান আল্লাহ তায়ালা বান্দার সব সমস্যা সমাধানের জন্য উপায় দিয়েছেন পবিত্র কোরআনে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক প্রিয়নবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের শিখিয়েছেন সব আমল। ছোট্ট একটি তাসবিহ ১০০ বার পড়লেই পাওয়া যাবে এক হাজার নেকি। আবার এক হাজার অপরাধের গোনাহ থেকেও মিলবে মুক্তি। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) তার সঙ্গে উপস্থিত সাহাবাগণকে বললেন, ‘তোমাদের মধ্যে কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম? উপস্থিতদের একজন জানতে চাইলেন, আমাদের একজন কীভাবে এক হাজার নেকি অর্জন করবে? তিনি বললেন-

‘তোমাদের কেউ একশতবার তাসবিহ سُبْحَانَ الله (সুবহানাল্লাহ) পড়লেই তার আমালনামায় এক হাজার নেকি লিখে দেওয়া হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করে দেয়া হবে। (তিরমিজি, মুসলিম)

শুধু তা-ই নয় হজরত ইবরাহিম আলাইহিস সালাম মিরাজের রাতে রাসূলুল্লাহ (সা.) কে বললেন, ‘হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌঁছে দেবেন। আর তাদের জানিয়ে দেবেন-

‘জান্নাতের জমিন অনেক সুঘ্রাণে সমৃদ্ধ। আর সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। জান্নাত একটি সমতল ভূমি এবং তার গাছপালা হলো-

سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ

উচ্চারণ : ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (তিরমিজি, তালিকুর রাগিব)

হাদিসের বর্ণনায় মহান আল্লাহর পবিত্রতা বর্ণনার ছোট্ট এ আমলের রয়েছে অনেক ফজিলত ও তাৎপর্য। রাসূলুল্লাহ (সা.) উম্মতে মুহাম্মাদির জন্য ছোট্ট এ তাসবিহ’র বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। যে তাসবিহতে রয়েছে, মহান আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে ছোট্ট তাসবিহ (সুবহানাল্লাহ) প্রতিদিন ১০০ বার পড়ার তাওফিক দান করুন। এর বিনিময়ে এক হাজার নেকি পাওয়ার এবং এক হাজার অপরাধের গোনাহ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।