• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের প্রথম ভার্চুয়াল রিয়েলিটি সম্মেলন শুক্রবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০১৯  

বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী যোগান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। নতুন এই প্রযুক্তির সঙ্গে দেশের তরুণদের পরিচয় করিয়ে দিতে দেশে প্রথমবারের মতো ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘ভিআর কন’ নামে এই সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

আগামী ৬ এবং ৭ ডিসেম্বর ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এ এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, এই সম্মেলনকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। দুই দিনের এই সম্মেলনে এআর, ভিআর ও গেমিং নিয়ে প্রায় ১০টি টেকনিক্যাল সেমিনার, ৩টি ওয়ার্কশপ থাকবে, যা পরিচালনা করবেন বিশ্বখ্যাত প্রোগ্রামিং প্রতিষ্ঠান ইউনিটিসহ দেশের এক্সপার্টবৃন্দ। ৩০ জনের অধিক বক্তা এবারের সমেলনে কথা বলবেন।

শিক্ষার্থী এবং তরুণদের উৎসাহিত করতে এআর, ভিআর ও গেইমিং নিয়ে একটি প্রতিযোগিতাও থাকবে। থাকবে দেশে এআর, ভিআর, গেইমিং নিয়ে কাজ করা বেশ কিছু প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজেক্টের প্রদর্শনী।

সম্মেলন প্রসঙ্গে এই আয়োজনের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন বলেন, ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনোদন থেকে শুরু করে যোগাযোগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগের ফলে সমাজে এর ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশে আমরা চাই এই ধরনের আয়োজন থেকে মানুষজন ভিআর সম্পর্কে অবগত হবেন।