• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশে ‘করোনা ইনফরমেশন সেন্টার’ চালু করেছে ফেসবুক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

করোনাভাইরাস নিয়ে সঠিক ও বিশ্বাসযোগ্য তথ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘ইনফরমেশন সেন্টার’ চালু করেছে ফেসবুক।

ফেসবুকের করোনা বিষয়ক ইনফরমেশন সেন্টারে জানা যাবে দেশের করোনা সংক্রমণ ও পরিস্থিতির সর্বশেষ তথ্য। এ ভাইরাসের সংক্রমণ থেকে কীভাবে মুক্ত থাকা যাবে তাও উল্লেখ আছে সেখানে। একই সঙ্গে গৃহবন্দী সময়ে শরীরচর্চার উপায়ও বাতলে দেয়া হয়েছে।

করোনা ডটগভ ডটবিডি (corona.gov.bd) ওয়েবসাইটকে ‘ইনফরমেশন সেন্টার’ এর সঙ্গে লিঙ্ক করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, ইউনিসেফ বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চল, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফেসবুক ও ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য জানাতে লিঙ্ক দেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি মূলত সরকারের স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে মিলে দেশের করোনা পরিস্থিতির আপডেট জানাবে।